কারসাজির শাস্তি শুধু আর্থিক জরিমানা নয়, জেলও হওয়া উচিত

দেশের পুঁজিবাজারে স্বল্প মূলধনি কোম্পানিন শেয়ার নিয়ে খুব সহজেই কারসাজি করা হয়। কয়েকজন মিলে বাজার থেকে অল্প কিছু শেয়ার কিনলেই কৃত্রিমভাবে এটির দাম বাড়ানো সম্ভব।

বিভিন্ন সময় দেখা যায়, কোনো কোনো কোম্পানির শেয়ার কোনো কারণ ছাড়াই দিনের পর দিন বাড়ছে। এসব ক্ষেত্রে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হন। অনেকে প্রয়োজনীয় সচেতনতার অভাবেও ক্ষতির মধ্যে পড়েন। তাদের এই ক্ষতি শেষ পর্যন্ত পুঁজিবাজারে নেতিবাচ প্রভাব ফেলে। এ কারণে এটিকে ব্যক্তির ক্ষতি হিসেবে দেখা সঠিক কাজ হবে না। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হওয়া প্রয়োজন। না হলে পুঁজিবাজার থেকে অনৈতিক তৎপরতা দূর করা সম্ভব হবে না।

বাজারে কারসাজি বন্ধ করতে হলে কারসাজিকারকদের শুধু আর্থিক জরিমানা করলে চলবে না, তদন্তে যদি কোনো অনিয়ম পাওয়া যায় এবং আইন বিধান যদি থাকে, তবে কিছু কারসাজিকারককে জেলে পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করা উচিত। আর আইনি সীমাবদ্ধতা থাকলে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা দরকার। করতে যদি সরকারের সহায়তার প্রয়োজন হয়, আমরা মনে করি সরকারের এগিয়ে আসা উচিত।

Tagged