আজ ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির লেনদেন  ৬৮ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ ১৯ মে (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ১৩ কোটি ৪৮ লাখ ৭০হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে । ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ১১ কোটি ২৭ লাখ টাকার ৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনে তৃতীয় স্থানে থাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। মোট লেনদেন হয়েছে ৬  কোটি ৩৬ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- অ্যাডভেন্ট ফার্মা, অগ্রনি ইন্স্যুরেন্স,  অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স,  সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, ই-জেনারেশন, ইভিন্স টেক্সটাইল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি ফাইন্যান্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, কোহিনূর ক্যামিকেলস, খুলনা পাওয়ার, ম্যাকসন্স স্পিনিংস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, ন্যাশনাল ফীড মিল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল পলিমাল, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, আরকে সিরামিক (বাংলাদেশ), রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, রিলায়েন্স ইন্সুরেন্স, রবি আজিয়াটা, রূপালি লাইফ ইন্সুরেন্স, এসকে ট্রিমস, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, এস এস স্টিল, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড। সুত্র:ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/সা

Tagged