পাকিস্তানে স্টক এক্সচেঞ্জে হামলা, নিহত ৬

এসএমজে ডেস্ক:

পাকিস্তানের করাচি শহরে অবস্থিত পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৯ জুন) সকালে চারজন সন্ত্রাসী ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে এই হাই সিকিউরিটি জোনে হামলা চালানো হয়। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। তবে হামলার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা কর্মীদের পাল্টা হামলায় সন্ত্রাসী চার জনই নিহত হন। সূত্র: সিএনএন, আলজাজিরা, ডন

খবরে জানা যায়, আজ সকাল ১০টার কিছুক্ষণ আগে ওই সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় রাইফেল গ্রেনেড নিয়ে স্টক এক্সচেঞ্জ ভবনটিতে হামলা চালায়। স্টক এক্সচেঞ্জ কম্পাউন্ডের নিরাপত্তায় থাকা পুলিশ অন্যান্য নিরাপত্তারক্ষীর উপর প্রথমে গ্রেনেড ছোঁড়া হয়। এর পরপরই শুরু হয় রাইফেলের গুলি। বৃষ্টির মতো গুলি চালিয়ে তারা ভবন কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা চালায়। কিন্তু নিরাপত্তাবাহিনী সক্রিয় থাকায় তারা সঙ্গে সঙ্গেই আক্রমণকারীদের প্রতিরোধে পাল্টা গুলি ছুঁতে থাকে। তাতে ঘটনাস্থলেই হামলাকারীরা নিহত হন।

হামলাকারীরা কোনো জঙ্গি দলের সদস্য কিনা কিংবা তা কী উদ্দেশ্যে স্টক এক্সচেঞ্জে হামলা চালিয়েছে তা জানা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

এসএমজে২৪/কা

Tagged