২০ হাজার টাকা বিনিয়োগ থাকলইে মিলবে আইপিও: ইতিবাচক পদক্ষেপ বিএসইসির

পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ক্ষেত্রে লটারি পদ্ধতি উঠে যাচ্ছে ২০২১ সালে। এখন থেকে আইপিওতে যিনিই আবেদন করবেন, তিনিই শেয়ার পাবেন। তবে আইপিও আবেদনের আগে প্রত্যেক বিনিয়োগকারীর বাজারমূল্যে ন্যূনতম ২০ হাজার টাকা তালিকাভুক্ত সিকিউরিটিজে তথা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকতে হবে। অর্থাৎ আইপিও আবেদন করার আগে একজন বিনিয়োগকারীর সেকেন্ডারি বাজারে ২০ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন বছরের ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে বরত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

বিএসইসি জানায়, আইপিওতে বিদ্যমান লটারির পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হবে। সে ক্ষেত্রে আইপিও আবেদনের ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ হাজার টাকা বা তার গুণিতক পরিমাণ অর্থ জমা দিতে হবে।

বিষয়টি পুঁজিবাজারে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে সহায়ক বলে আমাদের ধারণা। যদি এর শতভাগ বাস্তবায়ন সম্ভব হয় তাহলে সেকেন্ডারি মার্কেটও উপকৃত হবে। এখানে যেসব বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন, তাদের আগ্রহ আরও বাড়বে।

Tagged