একটি কার্যকর বর্ষের সূচনা হোক পুঁজিবাজারে

পাঠক-বিনিয়োগকারী-দেশবাসীকে খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা। কথায় আছে প্রতিদিনের সূর্যই নতুন। তবুও একটি সৌরবর্ষকে ঘিরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মেলাতে হয়। আধুনিক সময়ের এটিই রীতি। আজকে থেকে শুরু হচ্ছে ২০২১ সাল। একই সঙ্গে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশের সূবর্ণজয়ন্তীও ছুঁয়ে যাবে বছরটি। তাই বাঙালি জাতির কাছে এ বছরের গুরুত্ব ও মর্যাদা একটু ভিন্ন রকমের। বাকি দুনিয়ার কাছে যেমনই হোক, স্বাধীন বাংলাদেশের মানুষের কাছে বছরটি হাজির হয়েছে বহুমাত্রিক তাৎপর্য নিয়ে।

এদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে আগলে রেখেই এই অর্ধশতাব্দীকাল পথ হেঁটেছে। চলার পথে অনেক আশা, অনেক প্রত্যাশা, অনেক প্রাপ্তি-অপ্রাপ্তি হয়েছে। রয়েছে প্রতিশ্রুতিও। সব প্রতিশ্রুতি আর প্রাপ্তিরই বাস্তবায়ন হয়েছে, এমনটি বলা যাবে না। এর জন্য আমাদের পারি দিতে হবে আরও পথ। বিশেষ করে আমরা এখনও অনেক কিছু বাস্তবায়ন ও কার্যকর করতে পারিনি। যা পেরেছি তা নিয়ে  আমরা গর্ব করতে পারি। যা পারিনি তার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। সর্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে দেশপ্রেমের নজির। যাতে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। বিশেষ করে দেশবাসীর অর্থনৈতিক মুক্তির কাজটি করতে হবে গুরুত্বের সঙ্গে। এজন্য আমাদের দেশের পুঁজিবাজারকে অর্থনীতির অন্যতম স্তম্ভ হিসেবে দাঁড় করানো খুবই জরুরি। তাই শুধু প্রতিশ্রতি  আর প্রত্যাশা নয় পুঁজিবাজারে এ বছরটি কাটুক কার্যকর পদক্ষেপের মধ্য দিয়ে, এমন প্রত্যাশাই দেশবাসীর মতো আমাদেরও।

Tagged