হুজুগে নয়, জেনেবুঝে বিনিয়োগ করতে হবে

পুঁজিবাজারে শেয়ার দর বাড়া-কমা একটি নিত্য বিষয়। কখনও বাজার শুধুই বাড়বে বা কমবে এটি ঠিক নয়। শেয়ার দর ওঠানামার সঙ্গে বিচলিত হওয়ার কিছু নেই। বিনিয়োগকারীদের ধৈর্য ধরে বাজার বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করতে হবে এবং সেই আলোকে বিনিয়োগ করতে হবে। একজন সফল বিনিয়োগকারী এসব বিষয়ে সচেতন থাকবেন, এটিই স্বাভাবিক।

গত কয়েক কার্যদিবসে টানা দাম বাড়া বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম মঙ্গলবার কিছুটা কমেছে। এতে দাম বাড়ার থেকে কমার তালিকায় স্থান করে নিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এরপর বেড়েছে মূল্যসূচক। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই বাড়লো সূচক।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার প্রায় দ্বিগুণের। এরপরও সবকয়টি মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনের পরিমাণ কিছুটা কমলেও এক হাজার ৬৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

তবে এখন বাজারে যে অবস্থা, এটি ভালো করে বুঝা দরকার। হুজুগে বিনিয়োগ করার প্রয়োজন নেই। এতে ক্ষতির মধ্যে পড়তে হতে পারে। এ কারণে বাজারেও লেনদেন যতই বাড়ুক কিংবা সূচক যতই বাড়ুক লেনদেন করতে হবে বুঝেশুণন।

Tagged