স্বাস্থ্যগত বিপর্যয়ে যেন মানবিক বিপর্যয় না হয়

বাংলাদেশের সামনে এখন দুই চ্যালেঞ্জ, একদিকে করোনাভাইরাস সংক্রমণ আরেক দিকে অর্থনৈতিক সংকট মোকাবিলা। দেশের সামর্থ বিবেচনায় উভয় বিষয় বড় চ্যালেঞ্জ।  দুটি বিষয়ই দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে না পারলে দেশের জন্য সামনের দিনগুলো কঠিন হয়ে পড়বে।
সর্বগ্রাসী করোনার প্রভাবে দেশে কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়ছে। চাপে পড়ছে অর্থনীতি। এসময় বাজার ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয় ঠিকঠাক রাখতে না পারলে সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে কৃষি উৎপাদন ও বাজারজাত করার দিকটি সঠিকভাবে দেখভাল করতে হবে। তা নাহলে খাদ্য সংকটের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। তবে সবকিছু সঙ্গেই জড়িত সুশাসন। এটি নিশ্চিত করতে পারলে সংকট মোকাবিলি সহজ হবে। এর মাধ্যমে স্বাস্থ্যগত সংকটের পাশাপাশি মানবিক সংকট মোকাবিলাও তুলনামূলক সহজ হবে। কারণ সংকটকালে অনিয়ম অনাচার বেড়ে গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এই জটিলতা এড়ানোর জন্য সচেষ্ট থাকা খুবই প্রয়োজন। মনে রাখা দরকার এ সংকট বৈশ্বিক হলেও আমাদের উপায় নিজেদেরই বের করতে হবে। বিশ্বের প্রিতিটি দেশই নিজেদের সামাল দিতে ব্যস্ত। অন্যকে দেখার সুযোগ কম।