২৫ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন বন্ধ

এসএমজে ডেস্ক:

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশে আবারো বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। ছুটির মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। পরের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব অফিস আদালত বন্ধ থাকবে।

সাধারণ এই ছুটির সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেন বন্ধের মেয়াদও বাড়ানো হয়েছে। নতুন করে সরকারি ছুটি বাড়ানো না হলে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।

গত শনিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

সাধারণ ছুটিতে ব্যাংক খোলা থাকলেও লেনদেন হচ্ছে সীমিত সময়ের জন্য, যা পুঁজিবাজারে লেনদেনর সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় লেনদেন চালু রাখা সম্ভব হচ্ছে না। তাই প্রতিবার সরকারের সাধারণ ছুটি ঘোষণার সাথে মিল রেখে বাড়ানো হয়েছে পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার মেয়াদ।

এসএমজে/২৪/বা

Tagged