আইপিও বাছাইয়ে সততা ও ন্যায্যতা থাকা প্রয়োজন

কোম্পানিগুলোর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন পুঁজিবাজারে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর সঙ্গে পুঁজিবাজার, বিনিয়োগকারী, কোম্পানি এবং শিল্পায়নের ভালোমন্দ জড়িত। তাই আমরা প্রতিনিয়ত বলে আসছি, আইপিও বাছাইয়েরে ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সততা ও ন্যায্যতা নিশ্চিত হওয়া প্রয়োজন।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, শিবলী রুবায়েতুল ইসলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হবে আগামী ১৭ মে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িদ্ব গ্রহণ করার পর তিনি গত এক বছরে নানা অনিয়মের কারণে ৭ কোম্পানির ১৯২ কোটি টাকার আইপিও আবেদন বাতিল করেছেন। আমরা তার এই কর্মকাণ্ডের প্রতি সাধুবাদ জানাই। কারণ সব ধরনের নিয়ম মেনেই কোম্পনিগুলোর যোগ্যতার ভিত্তিতে পুঁজিবাজারে আসা উচিত। এক্ষেত্রে যেকোনো ধরনের গাফিলতি পুঁজিবাজরকে ক্ষতিগ্রস্ত করবে। অতীতে দেখা গেছে নিয়ন্ত্রক সংস্থা আইপিও অনুমোদনের ক্ষেত্রে অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে। এর জের টেনে চলছেন এখনও বিনিয়োগকারীরা। এটি বাজারের ভাবমূর্তিকে নষ্ট করেছে। এতে কতিপয় চক্রের লাভ হলেও, ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাই আমরা মনে করি বর্তমান কমিশন অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে এ বিষয়ে অগ্রসর হবে।

Tagged