স্বচ্ছতা থাকলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে সময় লাগবে না

অনেক সম্ভাবনা থাকার পরও আমাদের দেশের পুঁজিবাজার আশানুরূপভাবে উন্নত হচ্ছে না। এটি শুধু পুঁজিবাজার নয় গোটা অর্থনীতির জন্যই ভালো খবর নয়। গত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশায় রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। কিন্তু তাদের আশায় গুড়েবালি। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে বাজারে স্বচ্ছতার অভাব। যে কারণে অনেক বিনিয়োগকারী বাজারকে সব সময় ভয় পান। তারা আতঙ্কে থাকেন। এই আতঙ্ক পুঁজিবাজারের সর্বত্র কম বেশি লক্ষ্য করা যায়।

পুঁজিবাজারে দীর্ঘমেয়াদের বিনিয়োগ একটি বড় বিষয়। এই বিনিয়োগ প্রায়ই ব্যাহত হয়। আমরা মনে করি পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে বিনিয়োগ বাড়বে এবং বাজার ঘুরে দাঁড়াতে খুব একটা সময় লাগবে না। আমাদের দেশে অনেক বিনিয়োগকারী রয়েছেন, তারা পুঁজিবাজারে যুক্ত হতে চান। তাদের আগ্রহ এবং সামর্থ দুটোই রয়েছে। কিন্তু পুঁজিবাজারের স্বচ্ছতা নিয়ে তারা আশঙ্কায় থাকেন। যে কারণে তাদের অংশগ্রহণ বাড়ছে না পুঁজিবাজারে। এটি একটি নেতিবাচক দিক। সব শ্রেণিপেশার মানুষকে পুঁজিবাজারে ভেড়াতে পারলে সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে আমরা মনে করি।

Tagged