সুশাসন না থাকলে প্রণোদনাও রাঘব বোয়ালের পেটে যায়

প্রসঙ্গটি ‘ডিম আগে না মুরগি আগে’র মতো। বাংলাদেশের পুঁজিবাজারে এই মুহূর্তে কোনটি আগে প্রয়োজন সরকারি প্রণোদনা না সুশাসন? এই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। দীর্ঘ দরপতনে পুঁজিবাজারের মাংস খসে গিয়ে কঙ্কালে পরিণত হয়েছে। বিগত প্রায় একদশকে বাজারে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ সময়ের মধ্যে পুঁজিবাজারে প্রণোদনা দেয়ার উদ্যোগও নেয়া হয়েছে। যদিও যে পরিমাণ টাকা বাজার থেকে বের হয়ে গেছে, সে তুলনায় এই উদ্যোগ নগণ্য। তারপরও বাজারের আশানুরূপ উন্নতি হয়নি। এ অবস্থায় অনেক বিশ্লেষক মনে করেন, সুশাসন না থাকার কারণেই এ অবস্থা হচ্ছে। তাদের ধারণা, সুশাসনের অভাব থাকালে কোনো ধরনের প্রণোদনাই ক্ষুদ্র বিনিয়োগকারীরা পাবে না। এটি কারসাজির মাধ্যমে রাঘব বোয়ালের পেটেই যাবে।

এই অবস্থায় কলসের ফুঁটো বন্ধ না করে পানি ভরে লাভ নেই। আবার প্রয়োজনীয় প্রণোদনা না থাকলে বাজার ঘুরে দাঁড়ানো নিয়েও সংশয় থেকে যাচ্ছে। কারণ কারসাজি চক্র সাধারণ বিনিয়োগকারীদের পুঁজি হাতিয়ে নিয়ে বাজারকে কঙ্কালে পরিণত করেছে। সুতরাং কঙ্কালসার বাজারের শরীর গঠনও জরুরি হয়ে পড়েছে। দুটো বিষয়ের সমন্বয় হওয়া খুবই প্রয়োজন। শক্ত হাতে কাজটি করা যাচ্ছে না বলেই পুঁজিবাজারের বেহাল অবস্থা কাটছে না।

Tagged