সিজি কোড না মানলে তালিকাচ্যুত হতে পারে কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

কর্পোরেট গভর্ন্যান্স কোড (সিজিসি) পরিপালনে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বাধ্য করতে আইনে কঠোরতা এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সংক্রান্ত বিদ্যমান আইনে কিছু নতুন শাস্তিমূলক ব্যবস্থা সংযোজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে কোম্পানির তালিকাচ্যুতি অথবা শেয়ার লেনদেন স্থগিত।

গতকাল ২৮ জানুয়ারি, মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৭১৬তম কমিশন বৈঠকে সংশোধিত কর্পোরেট গভর্ন্যান্স কোড অনুমোদন করা হয়।

সংশোধিত সিজি কোডে তালিকাচ্যুতির বিষয়ে বলা হয়েছে-

‘সকল ইস্যুয়ার কোম্পানী কর্পোরেট গভর্ন্যান্স কোড এর কোন বিধান বাধ্যতামূলকভাবে পরিপালনে কোন অস্বীকৃতি বা ব্যর্থতা বা লংঘন Securities and Exchange Ordinance, 1969 এর অধীন শাস্তিযোগ্য হিসাবে পরিগণিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অন্যান্যের মধ্যে অ-তালিকাভূক্তকরণ (Delisting) বা শেয়ারের লেনদেনস্থগিতকরণ (Trade Suspension) করা হবে।’

কর্পোরেট গভর্ন্যান্স কোড (সিজিসি) পরিপালনের বিধান নিয়ে আশঙ্কায় আছেন বাজার বিশ্লেষকরা। তারা মনে করছেন, “কর্পোরেট গভর্ন্যান্স কোড (সিজিসি) পরিপালনে অস্বীকৃতি বা ব্যর্থতার কারণে কোন কোম্পানিকে তালিকাচ্যুত করার এই বিধান বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কোনো ভূমিকা রাখবে না বরং হিতে বিপরীত হতে পারে। কারণ তালিকাচ্যুত হলে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের তেমন কোনো ক্ষতি হবে না বরং সহায় সম্বল হারিয়ে পথে বসবে সাধারণ বিনিয়োগকারীরা। সূত্র: বিএসইসি

এসএমজে/২৪/বা

Tagged