ডুবে যাওয়া বাজারের মোড় ঘুরাতে পারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

করোনাভাইরাসের কারণে বর্তমানের দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব শেষে কবে নাগাদ পুঁজিবাজার লেনদেনে সক্রিয় হবে এটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, লেনদেন চালু হলে বাজারের চিত্র কেমন হবে? গত কয়েক বছর ধরেই বাজারের চিত্র নিয়ে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা। দীর্ঘ দিন ধরে এই বাস্তবতা চললেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। যদিও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চাইলেই বাজারের মোড় ঘুরিয়ে দিতে পারে- এমন বিশ্বাস রয়েছে সাধারণ বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট অনেকের।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে নানা সময় আশ্বাস দেয়া হয়েছে- শিগগিরই পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে। কিন্তু বিষয়টি আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কাজ তেমন একটা এগোয়নি। বর্তমাননে পতনের অতলে ডুবে যাওয়া বাজারকে টেনে তোলার কাজটি সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া তাদের সেই সামর্থও নেই। এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উপযুক্ত ভূমিকা রাখলেই কেবল বাজারের মোড় ঘুরতে পারে। এটি নির্ভর করছে সংশ্লিষ্ট সব পক্ষ কতটা আন্তরিকতার সঙ্গে কাজ করবে তার ওপর।

Tagged