সাড়া না পাওয়ায় আশুগঞ্জ পাওয়ারের আইপিওর সময় বাড়লো

এসএমজে ডেস্ক: বিনিয়োগকারীরা সাড়া দেননি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বন্ড ইস্যুতে।  ফলে এ কোম্পানির আইপিও আবেদনে আন্ডার সাবস্ক্রাইব হয়েছে। সম্পূর্ণ সাবস্ক্রিপশন পূরণ করতে গত ১৭ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)  ৭০১তম সভায় আশুগঞ্জ পাওয়ারের আইপিও আবেদনের সময় আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসর তথ্যমতে, যে পরিমাণ আবেদন আন্ডার সাবস্ক্রাইব হয়েছে সেই পরিমাণ আবেদন গ্রহণের জন্য আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। বন্ড মার্কেট উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বিএসইর Ordinance 1969 এর সেকশন 2cc –তে প্রদত্ত ক্ষমতাবলে কোম্পানিটির সংশ্লিষ্ট কিছু আইন পরিপালন থেকে অব্যাহতি প্রদান করেছে।

উল্লেখ্য, আশুগঞ্জ পাওয়ার বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

Tagged