কিছু দুষ্ট লোকের কারণে পুঁজিবাজার সঠিক পথে চলতে পারছে না

আস্থাহীন পুঁজিবাজারেও বসে নেই কারসাজি চক্র। কতিপয় দুষ্ট লোকের কারণে দেশের পুঁজিবাজার সঠিক পথে চলতে পারছে না।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যদি বিষয়টি উপলব্ধি করতে পারে, তা হলে আমরা আশাবাদি হতে পারি। না হলে ভবিষ্যতে বাজার কোন দিকে যাবে সেটি বলা মুশকিল। এর থেকে বের হয়ে আসতে না পারলে পুঁজিবাজার স্থিতিশীল হবে কি না সেই বিষয়টিও এক বাক্যে বলা যাচ্ছে না।

অর্থনৈতিক মন্দার পর রাজনৈতিক অস্থিরতায় আবারও আস্থার সঙ্কটে পড়েছে বাজারের বিনিয়োগকারীরা। এই টালমাটাল পরিস্থিতির কারণে পুঁজিবাজারে দরপতন থামছে না।  এর মধ্যে আবার নানা ধরনের গুজব রটিয়ে বিনিয়োগকারীদের পথে বসানো হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

ভয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি ধুম পড়ে যায়। এই ভয় কারা সৃষ্টি করে, এটি বুঝা যায় না? তারপরও কেনো তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা একেবারেই বাজার থেকে বিতাড়িত হবেন? তাদের দেখার কি কেউ নেই? এসব প্রশ্নের উত্তর দ্রুতই খুঁজে বের করতে হবে সংশ্লিষ্টদের। আমরা মনে করি এটি সম্ভব।

Tagged