গুজব এখন পুঁজিবাজারে ক্যান্সারে পরিণত হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। গত সপ্তাহের বুধবার দুপুরে এমন সংবাদ ছড়িয়ে পড়ে পুঁজিবাজারে। কিন্তু প্রকৃতপক্ষে এমন তথ্যের কোনো ভিত্তি নেই।

এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যান নিজেই সাংবাদিকদের বলেন, ওই সময় আমি জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছি, ঠিক তখনি আমাকে ফোন করে কয়েকজন শুভাকাঙ্ক্ষি বলেন- আপনি নাকি পদত্যাগ করছেন? আমি অবাক হলে বললাম, আমি পদত্যাগ করছি। আমি জানি না। তিনি বলেন, এটি সম্পূর্ণ গুজব, কিছু দুষ্ট লোক, এই গুজবটি ছড়িয়েছে।

এই গুজবের দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৬ পয়েন্ট।

গুজবের বিষয়টি পুঁজিবাজারে এখন ক্যান্সারে পরিণত হয়েছে। এটি রোধ করতে না পারলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই আমরা জানতে চাই গুজবকারীরা কি নিয়ন্ত্রক সংস্থা বা আইন শৃঙ্খলাবাহিনীর চেয়ে শক্তিশালী? না হলে কেনো তাদের ঠেকানো যাচ্ছে না। পুঁজি হারিয়ে সাধারণ বিনিয়োগকারীরা প্রতিনিয়ত আহাজারি করছেন। আর কতিপয় লোক আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে এটি কোনোমতেই কাম্য নয়।

Tagged