তালিকাভুক্তি এবং আইপিও: নতুন নির্দেশনা জারি

 এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও প্রথমিক গণ প্রস্তাবের (আইপিও) কোম্পানিগুলোর নিরীক্ষা বা অডিট করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৭ তারিখ বৃহস্পতিবার কমিশনের ৭০১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির তথ্যমতে, কমিশন প্যানেল অব অডিটরসের বিদ্যমান তালিকা অডিট ফার্ম এবং যথাযথ প্রক্রিয়ায় ওই প্যানেলে অন্তর্ভুক্ত ফার্মওয়ারি অংশীদার চাটার্ড অ্যাকাউন্ট্যান্টদের নামসহ প্রকাশ করবে। এছাড়া প্যানেল অব অডিটরসের তালিকায় ফার্মওয়ারি অংশীদারগণ ব্যতীত কোনো চর্চারত (প্রাকটিসিং) চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট নিরীক্ষক হিসেবে তালিকাভুক্ত ও গণপ্রস্তাবে আবেদনকারী কোম্পানির নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

Tagged