বিজয় দিবসের তাৎপর্য পৌঁছাক সকলের ঘরে

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ এর এই দিনে বাঙলার বীর যোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিলো বিজয়ের গৌরব। এ দিন অভ্যুদয় হয় স্বাধীন বাংলাদেশের। এরপর থেকে জাতি গর্বের সঙ্গে দিবসটি পালন করে আসছে। এই দিনে আমরা পুঁজিবাজার সংশ্লিষ্টসহ সকল দেশবাসীকে জানাই বিজয়ের শুভেচ্ছা। কামনা করি সকলের ঘরে ঘরে পৌঁছে যাক বিজয়ে তাৎপর্য। ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় কেবল শব্দমালা নয়, বাঙালি জাতিসত্তার গভীর উন্মোচন।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছ বিজয়। তবুও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রাম এখনও শেষ হয়নি। বিশেষ করে সকল মানুষের অর্থনৈতিক মুক্তি আজও সম্ভব হয়নি। তাই এ দেশের খেটে খাওয়া মানুষ এখনও অব্যাহত রেখেছেন অর্থনৈতিক সংগ্রাম। সেই অর্থনীতিকে বুনিয়াদি শক্তি যোগাতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশের পুঁজিবাজার। এখানে দেশের উল্লেখযোগ্য শিল্পখাতসহ লাখ লাখ বিনিয়োগকারী যুক্ত। আমরা মনে করি সকলের আন্তরিক চেষ্টায় দেশের পুঁজিবাজার বিশ্বামানে উন্নীত হতে পারে। আর এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি পেতে পারে উন্নয়নের নতুন গতি।

Tagged