সাকিবের টি২০ বিশ্বকাপ নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক:

চলতি বছরই নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। এবছর অক্টোরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তাই এই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে সাকিবকে। তবে বিষয়টি নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

বিশ্বকাপে অংশ নিতে হলে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। বাছাই পর্ব পার করে বিশ্বকাপের মূল পর্বে যেতে পারলেও নিষেধাজ্ঞার কারণে সাকিবকে প্রথম তিন ম্যাচে পাবে না বাংলাদেশ। আর ম্যাচ ফিটনেস এবং ফর্মের একটি ব্যাপার তো আছেই।

তবে অনুশীলন ছাড়া বিশ্বকাপের মঞ্চে সাকিব খেলতে পারবেন কিনা সেটি নিয়ে সংশয়ে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব কখন আসতে পারবে সেটা হচ্ছে মূল বিষয়। বাছাইপর্বে সে আসতে পারছে না। আমরা যদি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে যাই, তারপরেও সে তিন ম্যাচে থাকবে না। ওই সময় তো অধিনায়ক থাকবে একজন। তারপর সাকিব এসে ঢুকতে পারবে কিনা, ম্যাচ অনুশীলন ছাড়াই সে বিশ্বকাপে খেলতে পারবে কিনা এটা ওর সাথেও আলাপ করে জানতে হবে।’

এসএমজে/২৪/বা

Tagged