সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

আজ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পবিত্র ভাবগাভীর্যে দেশব্যাপী দিনটি উদযাপন হবে। এ সময় দেশজুড়ে চলছে করোনাভাইরাসসৃষ্ট মহামারি। এর মধ্যে মানুষ পরকাল ও ইহকালে মঙ্গল কামনা করবেন। দিনটি উপলক্ষে আমরা পুঁজিবাজারের বিনিয়োগকারী, পাঠক ও দেশাবসীকে জানাই আন্তরিক শুভেচ্ছ। আশা করি মহামারির ঘোর সংকট কাটিয়ে পরিস্থতি একদিন স্বাভাবিক হবে। এখন মানুষ ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াবে, এমন আশা আমাদের।

বিশ্বজুড়ে অতিমারির কারণে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত। এ সময় পুঁজিবাজারের বিনিয়োগকারীরাও কঠিন সময় পার করছেন। জীবন-জীবিকার সংকট তীব্র হওয়ায় অনেকে হয়তো ঈদের আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হতে পারেন। তাদের জন্য আমাদের সহানুভুতি থাকলো। প্রত্যাশা করি তারা এই সংকট কাটিয়ে একদিন আনন্দময় উৎসব উদযাপনে সক্ষম হবেন। এছাড়া যাদের সামর্থ আছে, তারা বঞ্চিতদের পাশে দাঁড়াবেন, এমন কামনা করছি। পাশাপাশি শান্তি, সম্প্রীতি ভালোবাসার মধ্য দিয়ে পবিত্র উৎসব উদযাপনই সমগ্রের কল্যাণ বইয়ে আনতে পারে। তাই আসুন সকলে মিলে এমন নজির স্থাপন করি। যার মধ্য দিয়ে একটি উন্নত জাতি হিসেবে আমরা পরিচিত হতে পারি।

Tagged