সঠিক পদক্ষেপ নিতে পারলে বাজার ঘুরে দাঁড়াতে সময় লাগবে না

জাতীয় নির্বাচনের পর দেশের পুঁজিবাজারে কিছুটা ইতিবাচক প্রভাব দেখা গেছে গত সোমবার। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়েছে। গত কয়েক মাসের মধ্যে এটিই ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ উত্থান। তবে সূচক বাড়লেও সেই তুলনায় লেনদেন খুব বেশি বাড়েনি। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ওই দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭০ পয়েন্টে। গত দুই মাসের মধ্যে এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ৯ নভেম্বর ডিএসইএক্স সূচকটি ৬ হাজার ২৭১ পয়েন্টে ছিল।

নির্বাচন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের শঙ্কা ছিল। বড় ধরনের কোনো সংঘাত, সহিংসতা ছাড়া নির্বাচন সম্পন্ন হওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা শঙ্কামুক্ত হয়েছেন। ফলে নির্বাচনের আগে যেসব ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিষ্ক্রিয় ছিলেন, তাঁদের কেউ কেউ এখন সক্রিয় হতে শুরু করেছেন। তার প্রভাব গত সোমবার বাজারে দেখা গেছে। তবে নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের একটি বড় অংশ এখনো অপেক্ষায় রয়েছেন। বাজারের ঊর্ধ্বগতি যদি কয়েক দিন টেকসই হয়, তাহলে তারাও সক্রিয় হবেন।

বাজারে ব্যক্তিশ্রেণির মধ্যম মানের বিনিয়োগকারীদের পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানও বাজারে সক্রিয় ছিল। একাধিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এদিন বাজারে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। বেসরকারি খাতের একটি ব্যাংক এদিন বাজারে বড় বিনিয়োগ করে।

নির্বাচন নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যে একটা শঙ্কা ছিল, সেটি অনেকটাই কেটে গেছে। তাই নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হতে শুরু করেছেন। আশা করা যায়, সঠিক সময়ে পদক্ষেপ নিতে পারলে বাজারে ঘুরে দাঁড়াতে সময় লাগবে না।

Tagged