সঠিক পদক্ষেপ নিতে পারলে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানো সম্ভব

এক সময় দেশের পুঁজিবাজারে সূচক নয় হাজার পয়েন্টে উঠেছিল। সেই সূচক এখন তিন-চার হাজারের ঘরে ওঠা-নামা করছে। এটি যে কেবল দেশের অর্থনীতির অবস্থার কারণে হয়েছে এমন নয়। অনেক গুজব, কারসাজি, অব্যবস্থাপনাকে এর জন্য দায়ী মনে করছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাদের এই দাবি অযৌক্তিক বলা যাবে না। গত প্রায় এক দশকের বাজার চিত্র বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে উঠবে। তাই পুঁজিবাজারের সূচক অন্তত সাতহাজার পয়েন্টে ওঠা প্রয়োজন।

সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন নেতৃত্ব এসেছে। বিভিন্ন কারণে আগের নেতৃত্বের প্রতি সাধারণ বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট অনেকের ক্ষোভ ছিল, অনাস্থা ছিল। তাই নতুন নেতৃত্বের সুযোগ রয়েছে পুঁজিবাজারের জন্য কিছু করার। তারা যদি সেটি করতে পারে তাহলে বাজারের চিত্র বদলে দেয়া সম্ভব। সম্প্রতি বিএসইসির বেশ কয়েকটি  পদক্ষেপ ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। এই ধারাবাহিকতা বজায় রেখে অনিয়ম করা কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ কারসাজি চক্রের আধিপত্য রোধ করতে পারলে বাজার ঘুরে দাঁড়াতে পারে বলে আমরা মনে করি। সাধারণ বিনিয়োগকারীদেরও এমন দাবি দীর্ঘ দিনের।