সকল পক্ষের চেষ্টা থাকলে পুঁজিবাজারের উন্নয়ন অসম্ভব নয়

সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজার কিছুটা আশা জাগিয়েছে। ধীরে ধীরে বাজারের চিত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এই পরিবর্তন ধরে রেখে একটি উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠাই হতে পারে অন্যতম উদ্দেশ্য। সকল পক্ষের কার্যকর চেষ্টা থাকলে এটি অসম্ভব নয়।

একটি স্থিতিশীল পুঁজিবাজার প্রত্যাশা করে আসছেন বিনিয়োগকারীরা। গত প্রায় একযুগ ধরে বাজারের উন্নতির দাবি উচ্চারিত হয়ে আসছে বিভিন্ন মহল থেকে। কারণ কতিপয় মহলের কারসাজি ও অনিয়মের কারণে বাজার প্রায়ই লকক্ষ্যচ্যুত হচ্ছে। এতে সব ধরনের ভালো পদক্ষেপও কোনো কাজে আসে না। এ কারণে বাজারের উন্নতির বিষয়টি সামনে চলে আসে। বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোর আদলে বাংলাদেশের পুঁজিবাজারকে ঢেলে সাজানোর জন্য নানা সময় চেষ্টার কথা বলা হয়েছে। কিন্তু সেটির বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। বাজার উন্নত হলে অনেককিছুই বদলে যাবে। বিশেষ করে যারা অনিয়ম করে তাদের শক্তি খর্ব হবে। তারা চাইলেও বাজারের কঠিন ও উন্নত ব্যবস্থাপনা ভেদ করে খুব একটা ক্ষতি করতে পারবে না। তাই সকল পক্ষ থেকে বাজারের উন্নতির চেষ্টা করাটাই এখন সময়ের দাবি।

Tagged