সংশোধন পুঁজিবাজারেরই অংশ

আট কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। এটি অপ্রত্যাশিত নয়। বাজারে সংশোধন হওয়ারও প্রয়োজন আছে। এটি বাজারেরই অংশ। ওঠা-নামার মধ্য দিয়েই পুঁজিবাজার অগ্রসর হয়। তবে খেয়াল রাখা দরকার পুঁজিবাজার মুখস্ত বিষয় নয়। এখানে প্রতিনিয়ত পরিবর্তন আর বিশ্লেষণের মধ্য দিয়ে যেতে হয়। পুঁজিবাজার ছকে বাঁধা কোনো বিষয় নয়।

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে সকালে উত্থান বিকেলে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এই দরপতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৪৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও।

গত সপ্তাহের পুরোটাই বাজারে সূচকের উত্থান ছিল। ফলে একটি সংশোধন কিন্তু থাকা অস্বাভাবিক নয়। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখে শুনে বিনিয়োগ করা। গুজব থেকে বিনিয়োগকারীদের মুক্ত থাকা। কোম্পানির অবস্থা সঠিকভাবে বিশ্লেষণ করে বিনিয়োগ করলে সাময়িক ক্ষতি থাকলে শেষ পর্যন্ত ক্ষতি কাটিয়ে উঠার সম্ভাবনা থাকে। তাই এই সুযোগ কাজে লাগাতে হবে বিনিয়োগকারীদের। একই সঙ্গে প্রতিদিন মুনাফা করার মানসিকতা ত্যাগ করে ধীরস্থির বিনিয়োগের দিকে মনোযোগ দিতে হবে।

Tagged