অতিমূল্যায়িত শেয়ারের বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন

দুর্বল আর্থিক অবস্থার কারণে দীর্ঘদিন ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে পড়ে থাকা চার কোম্পানি মূল বাজারে ফিরে আসার পর থেকেই যেন তেজি ঘোড়ার মতো লাফিয়ে বাড়ছে কোম্পানিগুলোর শেয়ার দর। ইতিমধ্যে শেয়ার দর বেড়ে হয়েছে কয়েক গুণ। বিষয়টি নজরে এসেছে নিয়ন্ত্রক সংস্থার। যার ফলে এই চার কোম্পানির শেয়ার দর কেন এত বেশি বেড়েছে তা ক্ষতিয়ে দেখে বিএসইসিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানি চারটি হলো- পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এবং মুন্নু ফেব্রিকস। বিএসইসি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে।

সব সময়ই পুঁজিবাজারে অতিমূল্যায়িত শেয়ারের বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। এসব শেয়ার কিনে সাধারণ বিনিয়োগকারীরা যাতে পথে না বসে, সেটি দেখা দরকার। সংশ্লিষ্ট সব পক্ষের মতো বিনিয়োগকারীদেরও বিষয়টি নজরে থাকা উচিত। কারণ স্বার্থান্বেষী মহল সব সময়ই অতি মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের সর্বনাশ করার জন্য হন্যে হয়ে থাকে। এ কারণে বিনিয়োগকারীরা যাতে এসব শেয়ারে আগ্রহী না হন, সে বিষয়ে সব মহলের চেষ্টা থাকা প্রয়োজন। বিএসইসির কঠোর পদক্ষেপ এ জন্যই জরুরি।

Tagged