শেয়ার দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কোম্পানীর শেয়ার দর সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩২ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা। জানা যায়, এ দিন কোম্পানির ৩ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৭০৫ টি শেয়ার ৩২ হাজার ৪০৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৭০২ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৩ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৫১৩টি শেয়ার ৪ হাজার ৬৫ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ১২২২ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা গোল্ডেন সন লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা লেনদেন হয়। এ দিন কোম্পানির ১৪ লাখ ৫৭ হাজার ৬৪১টি শেয়ার ৮৩৯ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ২০৭কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ৮ দশমিক ৮০ শতাংশ, আমান কটন ফাইবার্স লিমিটেডের ৮ দশমিক ১৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫১ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ৬ দশমিক ২৫ শতাংশ, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের ৬ দশমিক ১২ শতাংশ ও আরামিট লিমিটেডের ৬ দশমিক ০২ শতাংশ শেয়ার দর বেড়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/সু

Tagged