ব্লক মার্কেটে ১৯ কোম্পানির লেনদেন ১৮ কোটি টাকা

 

এসএমজে ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯ কোম্পানির মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৫ লাখ ২৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীনফোন লিমিটেড। কোম্পানিটির মোট ৩ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংক লিমিটেডের মোট ৩ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- অগ্রণী ইন্স্যুরেন্সে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, জেনারেসন নেক্সট ফ্যাশান্স, আইএফআইসি ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল মিলস, সী পার্ল, সিলকো ফার্মাসিটিক্যালস, সিঙ্গার বিডি, সোনার বাংলা ইন্স্যুরেন্সে, ও এস. এস. স্টিল লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/সা