ঘোলাপানিতে মাছ শিকারের প্রবণতা পুঁজিবাজারের ক্ষতি করছে

দেশের পুঁজিবাজারে চরম অস্থিরতা চলছে। এখানে জল ঘোলা করে কতিপয় চক্র মাছ শিকারের প্রবণতায় রয়েছে। এ কারণে বাজারের স্বাভাবিকতা হোঁচট খাচ্ছে। ক্ষতির মধ্যে পড়ছে পুঁজিবাজার। বিভিন্ন রকম গুজব এবং কারসাজি করে একটি চক্র বিনিয়োগকারীদের পুঁজি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন ধরনের পরিস্থিতি বাজারে আগেও দেখা গেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে অশুভ শক্তি নতুন নতুন ফন্দি করে বাজারে সংকট সৃষ্টি করছে। এতে বিচলিত হয়ে সাধারণ বিনিয়োগকারীরা তড়িগড়ি করে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আর এই সুযোগটিই চাইছে কতিপয় দুষ্ট চক্র। এখনই এই অপতৎরতার লাগাম টেনে ধরতে না পারলে পুঁজিবাজার নিয়ে সুনির্দ্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। তাই পুঁজিবাজারের যারা নীতিনির্ধারক তাদের বিচক্ষণতা অনেক বেশি জরুরি। বাজারের সব ধরনের ফাঁকফোকর বন্ধ করতে হবে। কারসাজি করে যাতে কেউ রেহাই না পায় সেই ব্যবস্থা করতে হবে। গুজবনির্ভর বাজার থেকে বের হয়ে আসতে হবে। একইসঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত হওয়াও প্রয়োজন।

Tagged