লোকসান হলে মেনে নেওয়া যায় কিন্তু অনিয়ম হলে মানবেন কেনো বিনিয়োগকারীরা?

দেশের পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদে বিশ্লেষণ করলে দেখা যায়, সেই ২০১০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিনিয়োগকারীদের লোকসানের পাল্লাই ভারী। এই দীর্ঘ সময়ে পুঁজিবাজারে কোনোরকম টিকে থাকার সংগ্রামই করছেন সাধারণ বিনিয়োগকারীরা। অনেক বিনিয়োগকারী লাভ তো দূরের কথা পুঁজি নিয়েও বাড়ি ফিরতে পারেননি। এর জন্য কেবল অর্থনীতির নেতিচাক কারণগুলোই দায়ী নয়, অন্যতম দায়ী হচ্ছে অনিয়ম। থেমে থেমে অনিয়ম ও কারসাজির কারণে পুঁজিবাজার অস্থির হয়ে ওঠে। আর এ কারণে ক্ষতির মুখে পড়েন বিনিয়োগকারীরা। পাশাপাশি কারসাজি এবং কোম্পানিগুলোর অনিমতো রয়েছেই। কথা হচ্ছে শেয়ার কিনে লোকসানে পড়লে বিনিয়োগকারীদের একটা সান্ত্বনা পাওয়ার জায়গা থাকে। কারণ শেয়ার কিনে সব সময় মুনাফা করা যাবে এমন নয়। কিন্তু অনিয়মের কারণে ক্ষতি হলে তারা সেটি মানবেন কেনো?

বাংলাদেশের পুঁজিবাজারে অনতম্য সমস্যা হচ্ছে অনিয়ম ও সুশাসনের অভাব। তাই বাজার ভালো করতে হলে এ বিষয়ে সজাগ হতে হবে নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টদের। কারণ ফুটো কলসে জল ঢেলে কখনো পূর্ণ করা যায় না। তাই আগে ফুটো বন্ধ করতে হবে।

Tagged