লকডাউনে বিনিয়োগকারীদের কথাও ভাবা প্রয়োজন

করোনাভাইরাসজনিত মহামারি সারাবিশ্বে জনজীবনে কঠিন সংকট তৈরি করেছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দেশে দেশে লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। এই অবস্থা মোকাবিলা করার জন্য অনেক দেশ লকডাউন ঘোষণা করেছে। আমাদের দেশেও চলছে লকডাউন। এতে দেশব্যাপি জনগণের একটা বিশাল অংশ অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন। পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরাও এর বাইরে নেই। এখানে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মানুষই বেশি। ফলে দ্রব্যমূল্যে ঊধ্বগতিসহ নানা কারণে তারা সংকটে রয়েছেন। এছাড়া পুঁজিবাজারে শুধু লকডাউনই নয় গত প্রায় এক দশক ধরে মন্দা বাজার মোকবেলা করে আসছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে একের পর এক ধসের কারণে ব্যাপক হারে পুঁজি হারিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। কারণ অনেকে রয়েছেন, যারা পুঁজিবাজারের আয়ের উপরই নির্ভর করেন। তাই তাদের অবস্থা খুবই নাজুক। বর্তমানে লকডাউনে পুঁজিবাজার চালু থাকলেও শেয়ারের দর আশনুরূপ বাড়েনি। এ কারণে বিনিয়োগকারীদের উপর্জনের বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে।

আমরা বলতে চাই, অন্যান্য খাতের মতো পুঁজিবাজারের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার। সাধারণ বিনিয়োগকারীদের কথাও ভাবা উচিত। সেভাবে পুঁজিবাজারের সংকট কাটিয়ে একটি স্থিতিশীল বাজার প্রতিষ্ঠার জন্য বিশেষ উদ্যোগ থাকা প্রয়োজন।

Tagged