ম্যাকসন্স স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

এসএমজেডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস্‌(জুলাই’২০১৯-সেপ্টেম্বর’২০১৯) অর্থবছরের অনীরিক্ষিত প্রথম প্রান্তিক প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস কমেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে মালেক স্পিনিং মিলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৩৬৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৩৬ টাকা। ৩০সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য(এনএভিপিএস) হয়েছে ১৮.৭০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৮.৭২ টাকা।

এসএমজে/২৪/মি

Tagged