মানুষের পাশে দাঁড়ানোর এখনই শ্রেষ্ঠ সময়

পৃথিবীজুড়ে মৃত্যুর মিছিল। এক ভয়াবহ ক্রান্তিলগ্নে মানবসভ্যতা। বিশ্বযুদ্ধের বিপর্যয়কেও হার মানিয়ে চলছে। মানুষ এখন চরম অসহায়। এই অবস্থায় এখনই মানৃষের পাশে দাঁড়ানোর শ্রেষ্ঠ সময়।
স্বীকার করতে হবে ধনী-গরিব সকলের জন্যই এটি খারাপ সময়। বিভিন্ন দেশে মন্ত্রী-প্রধানমন্ত্রীও বাদ পড়ছেন না করোনার থাবা থাবা থেকে। তবুও বলবো দরিদ্র মানুষের বিপদ একটু বেশি। তারা দিন আনেন দিন খান। আয়-রোজগারের জন্য তাদের ঘর থেকে বের না হওয়ার উপায় নেই। আর তারা যদি ঘরে না থাকেন বিপদ বাড়বে ধনী গরিব সকলেরই। সামাজিক দূরত্ব রক্ষা করতে না পারলে প্রাণহানি বাংলাদেশে মহামারিতে রূপ নিতে পারে, এমনই ধারণা করছেন বিশেষজ্ঞরা।  সুতরাং এই পরিস্থিতি মোকাবিলায় গরির মানুষের পাশে দাঁড়ানো উচিত বিত্তবানদের। এছাড়া মানুষ যাতে না খেয়ে বিনা চিকিৎসায় মারা না যায় সেটি নিশ্চিত করাও সকলের মানবিক দায়িত্ব।  তা নাহলে সভ্যতাই অর্থহীন হয়ে পড়ে। এ কারণে যার যতটুকু সামর্থ আছে সে অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেয়া প্রয়োজন। মনে রাখা দরকার এই বিপদ থেকে একা রক্ষা পাওয়া সম্ভব নয়, এমনকি বিদেশে গিয়েও বাঁচা যাবে না। তাই সবাইকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করেই বাঁচতে হবে।