মঙ্গলবার ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেন এবং কমিশনার হেলাল উদ্দিন নিজামীর পদত্যাগসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করবেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী।

জানা যায়, পুঁজিবাজারে লাগাতার দরপতন, নতুন করে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন, বাই ব্যাক আইন পাশসহ ১৫ দফা দাবিতে নিয়ে বিক্ষোভ করবেন নিয়োগকারীরা।

মিজান-উর-রশিদ চৌধুরী জানান,, লাগাতার দরপতনে বিনিয়োগকারীরা এখন নি:স্ব। কিন্তু নীতি নির্ধারণী মহল দৃশ্যত কোনো দায়িত্ব পালন করছে না। ডিএসই কর্তৃপক্ষ থানায় জিডি করে রেখেছে। যে কারণে পুলিশ বিনিয়োগকারীদের ডিএসইর সামনে প্রতিবাদ  জানাতে দিচ্ছে না। কিন্তু পিঠ দেয়ালে ঠেকে গেলে কিছু করার থাকে না। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিনিয়োগকারীরা ডিএসই’র সামনে বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানাবেন।

Tagged