বড় পতনে দিশেহারা বিনিয়োগকারীরা

আবারও পুঁজি হারানোর ভয়ে দিশেহারা পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। বাজারের পতনে তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে বুধবার উত্থানের পর বৃহস্পতিবার ও রোববার টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হওয়ায় বিনিয়োগকারীরা পুঁজি হারানোর আতঙ্কে পড়েন।

গতকাল বাজারে ৩৪৫টি প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৯ লাখ ৮৪ হাজার ৭০০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৪৭ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।

এদিন দাম বেড়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৪২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫৯টির।

সার্বিকভাবে বাজারের চিত্র ছিল আগ্রাসী পতনমুখী। এ মুহূর্তে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য এটি চরম আতঙ্কের। যা কিছুতেই কাম্য নয়।

Tagged