লোকসানি কোম্পানির ডিভিডেন্ড: উপকৃত হবেন বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো পুঞ্জিভূত লোকসান বিদ্যমান থাকা সত্বেও সংশ্লিষ্ট বছরের অর্জিত মুনাফা থেকে নগদ ডিভিডেন্ড দিতে পারবে। গত বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যকে এমন সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এর আগে বিধান না থাকায় লোকসান কাটিয়ে ওঠা কোম্পানিগুলো বছরান্তে মুনাফায় থাকলেও ডিভিডেন্ড দিতে পারতো না। নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্ত সাধুবাদ পাওয়ার যোগ্য। এতে বিনিয়োগকারীরা কিছুটা হলেও উপকৃত হবেন।
কোনো সিদ্ধান্ত থেকে তখনই সুফল পাওয়া যায়, যখন এর সঠিক বাস্তবায়ন নিশ্চিত হয়। এছাড়া আরও একটি বিষয় জরুরি, সেটি হচ্ছে কোম্পানিগুলো আসলে লোকসানী কিনা তাও ক্ষতিয়ে দেখা। সঠিকভাবে অনুসন্ধান করলে বিষয়টি বেরিয়ে আসবে। কারণ অভিযোগ রয়েছে, অনেক লোকসানি কোম্পানির পরিচালনা পর্ষদ বিলাসবহুল জীবন যাপন করে। তারা দেশে-বিদেশে আয়েসীভাবে দিন কাটান। কোম্পানি লোকসানে থাকলে তারা এটি পারেন কীভাবে, ওই টাকা কোথা থেকে আসে। এই প্রশ্নের জবাব পাওয়ার অধিকার বিনিয়োগকারীদের রয়েছে। পাশাপাশি কোম্পানিগুলোর বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়া গেলে বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থা উভয়ের জন্যই মঙ্গল। কারণ পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে কোম্পানির পরিচালকরা যেনে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করতে না পারেন, এটি নিশ্চিত হওয়া প্রয়োজন। তা হলেই ভালো সিদ্ধান্তের সুফল আসবে পুঁজিবাজারে।

Tagged