পুঁজিবাজারে গুজবকারীদের শাস্তির আওতায় আনুন

পুঁজিবাজারের কোন শেয়ার দর বাড়বে বা কমবে-এসব বিষয়ে গুজব ছড়ানো ৮-১০টি গ্রুপ শনাক্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত তদন্ত কমিটি। কমিটি এরই মধ্যে গ্রুপগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সংবাদ মাধ্যমের বরাতে বিষয়টি জানা যায়।

এর আগে গত ২৪ মে পুঁজিবাজারে গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করে বিএসইসি। এই কমিটি পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ায় এমন ৮-১০টি গ্রুপকে শনাক্ত করেছে। গ্রুপটির সঙ্গে জড়িতদের বিএসইতে ডাকা হবে। এছাড়া তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সহযোগিতা চেয়েছে কমিশন।

আমরা মনে করি, এই দুর্বত্তদের শাস্তির আওতায় আনুন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। একই সঙ্গে আইনের ফাঁক গলে দোষীরা যাতে বের হতে না পারে সেই ব্যবস্থাও করুন। সামাজিক মাধ্যম এখন অনেক শক্তিশালী। গুজবকারীরা এর সুবিধা সহজেই নিতে পারে। এ কারণে নিয়ন্ত্রক সংস্থাকেও এ বিষয়ে বেশি তৎপর থাকতে হবে। দক্ষ লোকবল নিয়ে সক্রিয় থাকতে হবে। তা হলে হয়তো বিষয়টি মোকাবেলা সহজ হবে।

Tagged