ব্লক মার্কেটে ৩১ কোম্পানির লেনদেন ৩৭ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ৩১ কোম্পানির মোট ৬৪ লাখ ১৯ হাজার ৩৬৯ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩৭ কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির মোট ১৫ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীনফোন লিমিটেড। কোম্পানিটির মোট ৪ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্রিটিশ এ্যামেরিকান টোবাকো মোট ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকমার্কেটে লেনদেনের হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- এবি ব্যাংক, আমান ফিড, আনোয়ার গ্যালভালাইজিং, বিডি ল্যাম্প, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেলটা ব্র্যাক হাউজিং, দেশবন্ধু পলিমার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, খুলনা  পাওয়ার,মুন্নু সিরামিক,ন্যাশনাল ফীড,নিটল ইন্স্যুরেন্স,ওয়াইমেক্স,ওরিয়ন ফার্মা,প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফনিক্স   ফাইন্যান্স,পপুলার লাইফ  ইন্স্যুরেন্স,প্যারামাউন্ট টেক্সটাইল,রুপালী লাইফ ইন্স্যুরেন্স,সিমটেক্স,এসকে ট্রিমস,সোনালী পেপার  মিলস,স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা

Tagged