বিএসইসির চাওয়া ১৫ হাজার কোটি টাকা পুঁজিবাজারে গতি ফেরাবে

বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারের টেকসই উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের কাছে স্বল্প সুদে ১৫ হাজার কোটি টাকার ফান্ড চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গণমাধ্যমের খবরে বিষয়টি জানা যায়।

রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে শক্তিশালী করতে, মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজগুলোর মার্জিন ঋণ সংক্রান্ত সমস্যা সমাধান করতে বিএসইসি কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই ফান্ড চেয়েছে।

পুঁজিবাজারের উন্নয়নে বিশেষ তহবিল বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। কারণ পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য স্বল্প সুদে আইসিবিকে ৫ হাজার কোটি টাকা এবং ঋণে জর্জরিত ব্রোকারেজহাউজ এবং মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য ১০ হাজার কোটি টাকার ফান্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

পুঁজিবাজারকে অবশ্যই নিজস্ব সক্ষমতায় চলতে হবে। তবে নানা কারণে গত প্রায় একদশক ধরে বাজারে স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে। এ কারণে বাজার অনেকটাই পিছিয়ে পড়েছে। এ অবস্থা থেকে পুঁজিবাজারকে বের করে আনার জন্য বড় ধরনের আর্থিক সাপোর্ট জরুরি। এর মধ্য দিয়ে বাজার কিছুটা রসদ পাবে সামনের এগোনোর জন্য।

Tagged