ব্লক মার্কেটে ২৩ কোম্পানির লেনদেন ১৯ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২৩ কোম্পানির মোট ৩৭ লাখ ৯২ হাজার ৭৪২টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৯০ লাখ ১ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানির মোট ৬ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানির মোট ৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়া কোম্পানিটির মোট ২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকমার্কেটে লেনদেনের হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- বেক্সিমকো ফার্মা, ডেল্টা ব্র্যাক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, গোল্ডেন হারভেস্ট, লংকা বাংলা, মালেক স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এমএল.ডাইং, মুন্নো সিরামিক, নাহি এ্যালুমিনিয়াম, নিটল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, প্রগ্রেসিভ লাইফ, প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সী-পার্ল বিচ রিসোর্ট, এসকে ট্রিমস, শাইন পুকুর সিরামিক্স, এসএস স্টিল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged