ব্লক মার্কেটে ২২ কোম্পানির লেনদেন ১২ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২ কোম্পানির মোট ২৪ লাখ ৫৭ হাজার ২৬৫ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১২ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স। কোম্পানিটির মোট ৩ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক কোম্পানিটির মোট ২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন ফাইবার্স, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, জি কিউ বলপেন, গ্রামীন ওয়ান:স্কিম টু, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, জনতা ইন্স্যুরেন্স, কোহিনুর ক্যামিকেলস কোম্পানি, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সায়হাম কটন মিলস, এস ই এম এল অইবিবিএল শরিয়াহ ফান্ড এবং এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা

Tagged