বৈশ্বিক মন্দার ধাক্কা মোকাবিলায় পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানো প্রয়োজন

বৈশ্বিক অর্থনীতির গতিবিধির একটা প্রভাব দেশের পুঁজিবাজারে পড়াটা অস্বাভাবিক নয়। বর্তমান সময়ে বিশ্বের অর্থনৈতিক বাস্তবতাকে এড়িয়ে চলা কোনো একটি দেশের পক্ষে সম্ভব নয়। এ সময় বলা হচ্ছে- এক বিশ্ব এক গ্রাম। এ কারণে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে অর্থনীতির যোগসূত্র রয়েছে, এমন দেশগুলোর অর্থনীতির ভালো-মন্দ আমাদের দেশের অর্থনীতি বা পুঁজিবাজারকে প্রভাবিত করার বিষয়টি গুরুত্ব দিয়েই দেখতে হবে।

সাম্প্রতিক করোনাভাইরাস সংক্রান্ত সমস্যার কারণে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে অর্থনীতিতে সংকট তৈরি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশও এ তালিকায় রয়েছে। তাই করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতামূল ব্যবস্থার আওতায় পড়ছে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যও। এটি সামগ্রিক অর্থনীতির পাশাপাশি পুঁজিবাজারকে কিছুটা প্রভাবিত করতে পারে। তাই এ ধরনের সংকট মোকাবিলায় আমাদের পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। শুধু করোনাভাইরাস নয় এমন সংকট বিভিন্ন কারণেই তৈরি হতে পারে। তাই আগাম সর্তকতামূলক সার্পোট দিয়ে পুঁজিবাজারকে বিপর্যয় থেকে রক্ষা করার পদক্ষেপ নিতে হবে। এছাড়াও আমাদের পুঁজিবাজারে যে বিপর্য চলছে, এটি করোনাভাইরাসের আগের থেকেই বিরাজমান। সুতরাং শুধু বৈশ্বিক কারণেই পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত, এমনটি ভাবাও ঠিক হবে না। সামগ্রিকভাবেই বিষয়টি দেখা প্রয়োজন।

Tagged