বিনিয়োগের আগে পুঁজিবাজার সম্পর্কে জানাশোনা দরকার

শেয়ার ব্যবসার মতো দ্রুত মুনাফা করার অন্যকোনো ব্যবসা নেই। তবে এটি সকলের জন্য নয়। যারা পুঁজিবাজার সম্পর্কে সচেতন হয়ে ব্যবসাটি করেন, তারাই কেবল এমন মুনাফা করতে পারেন। অন্যথায় এটি সম্ভব নয়। পুঁজিবাজারে ব্যবসা করতে হলে অবশ্যই এর সম্পর্কে শতভাগ না জানলেও, নব্বই ভাগ জানতে হবে। না হলে সাফল্য চিরকালই অধরা থেকে যাবে।

যেকোনো ব্যবসায়ই সত্য হচ্ছে, বিষয়টি সম্পর্কে ভালো জ্ঞান রাখা। জানা বোঝার বিষয়টি যত বেশি হবে, ব্যবসাও ততই মজবুত ভিত্তির উপর দাঁড়াবে। পুঁজিবাজারে আমরা অনেক সময়ই খেয়াল করে থাকি, এক শ্রেণির বিনিয়োগকারী ন্যূনতম জানাশোনা ছাড়াই পুঁজিবাজারে বিনিয়োগ করে বসেন। এর সেই বিনিয়োগ আর ফেরত পান না। প্রতিনিয়ত লোকসানের মাধ্যমে নিজের পুঁজি হাতছাড়া হয়ে যায়। তখন তারা কেবল পুঁজিবাজরকে দোষারোফ করেন। এসব বিনিয়োগকারী ভাইদের বলবো, আপনারা একটু খোঁজ খবর নেন। আজকাল নানাভাবেই পুঁজিবাজার সম্পর্কে জানা যায়। অনেক ভালো লেখকের বই রয়েছে। অনলাইনে এ সম্পর্কে নানা ধরনের বিষয় জানার সুযোগ রয়েছে। তথ্য পাওয়ার ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিমান ও চৌকস হতে হবে। তা হলেই কেবল পুঁজিবাজার থেকে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।

Tagged