করোনায় বাতিল হলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

এসএমজে ডেস্ক:

বাংলাদেশসহ বিশ্বব্যাপী ভয়াবহ প্রকোপ ছড়িয়েছে করোনাভাইরাস। করোনার প্রকোপে বন্ধ হয়েছে অফিস, জনসমাগম, ক্রিয়াঙ্গন, বিনোদনসহ অনেক সেক্টর। এবার এই প্রকোপে বন্ধ হলো মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভাইরাসের মহামারির কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ভবনের এক মুখপাত্র।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, ‘বৈঠকে বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এর প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বিশিষ্টজনকে অভ্যর্থনা এবং স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠান হবে না।

তিনি আরো বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতি এবং এই মহামারি মোকাবেলায় দেশের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি বিকেলে প্রায় একঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা দু’জনই দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সূত্র: বাসস।

এসএমজে/২৪/বা

Tagged