বিনিয়োগকারীরা ফোর্সড সেল আতঙ্কে থাকলে পুঁজিাবাজার স্থিতিশীল হবে না

পরপর দুই দিনের বড় ধরনের দরপতনের কারণে যেসব বিনিয়োগকারী ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন, তারা বেশি ক্ষতির মুখে পড়েছেন। ঋণদাতা বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঋণ সমন্বয়ের তাগাদা দিয়ে ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের চিঠি দিয়েছে। সম্প্রতি গণমাধ্যমের খবরে বিষয়টি জানা যায়। পুঁজিবাজারে এটিকে ‘মার্জিন কল’ বলে। যখন শেয়ারের বাজারমূল্য একটা নির্ধারিত সীমার নিচে নেমে আসে, তখন ঋণ আদায়ে মার্জিন কল করে ঋণদাতা ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। বিনিয়োগকারীরা ঋণ সমন্বয়ে অর্থাৎ নতুন করে অর্থ বিনিয়োগে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের শেয়ার বিক্রি করে দেয় ঋণ আদায়ে। এটি হচ্ছে ফোর্সড সেল বা জোরপূর্বক বিক্রি করা।

শেয়ারের বড় দরপতনের ফলে এখন ঋণগ্রস্ত অনেক বিনিয়োগকারীর শেয়ার ফোর্সড সেলের আওতায় চলে এসেছে। এতে বাজার পতনের সঙ্গে সঙ্গে একশ্রেণির বিনিয়োগকারী ফোর্সড সেল আতঙ্কে ভুগছেন। ফোর্সড সেল শুরু হলে তাতে শেয়ারের দাম আরও তলানিতে নামতে পারে। এর ফলে পুঁজিবাজারে স্থিতিশীলতা আসবে না। বাজার আরও বেশি অস্থির হয়ে উঠবে। এ কারণে বিষয়টি যেন এড়ানো যায়, এমন পদক্ষেপ নিতে হবে।

Tagged