পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের কি ফাঁদে ফেলা হচ্ছে?

ইউক্রেনে রুশ হামলার ঘটনাকে কেন্দ্র করে বিধ্বস্ত দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। রাশিয়ার বোমা হামলায় যেমন আতঙ্কিত ইউক্রেনের মানুষ, তেমনি পুঁজিবাজারে ধসে আতঙ্কিত এ দেশের বিনিয়োগকারীরাও।

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার লেনদেন শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই ১০০ পয়েন্টের বেশি কমে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আর দিন শেষে সূচকটি ১৬৩ পয়েন্ট।

গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর খবরে ওই দিন ডিএসইএক্স সূচকটি কমেছিল ১০৯ পয়েন্ট। বৃহস্পতিবার যুদ্ধের খবরে বিশ্বের বড় সব পুঁজিবাজারেও বড় ধরনের দরপতন ঘটে। তবে গত দুই দিনে বিশ্ব পুঁজিবাজার বড় ধরনের পতনের ধাক্কা কাটিয়ে উঠেছে। কিন্তু পতনের সেই ধাক্কা কাটাতে পারেনি বাংলাদেশের পুঁজিবাজার। গতকালও সূচকের বড় পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই দিনে ঢাকার বাজারের প্রধান সূচকটি কমেছে ২৭২ পয়েন্ট।

বিশ্ব পুঁজিবাজার যখন যুদ্ধের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে, তখন দেশের বাজারে সূচকের এ ধরনের পতনের কোনো যৌক্তিক কারণ নেই। সুযোগসন্ধানী গোষ্ঠী যুদ্ধের ভীতিকে কাজে লাগিয়ে বড় ধরনের পতন ঘটিয়ে কম দামে শেয়ার কিনে নিতে নানা গুজব ছড়াচ্ছে। সেই গুজবের ফাঁদে পা দিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা? আতঙ্কিত হয়ে তারা লোকসানে শেয়ার বিক্রি করে দিচ্ছেন?

Tagged