বিনিয়োগকারীদের ভয় দূর করতে স্থিতিশীল পুঁজিবাজার প্রয়োজন

পুঁজিবাজারের সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্কটা খুবই আস্থার হওয়া চাই। আর আস্থা এমন একটি জিনিস, এটি চাইলেই পাওয়া যায় না। আস্থা বাজারে কিনতেও পাওয়া যায় না। এটি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যেকোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা। এ ক্ষেত্রে যদি কোনো ধরনের বৈষম্য বা ভয়ভীতি থাকে তা হলে সম্ভব নয়। আস্থার জন্য দরকার সুসম পরিবেশ। ন্যায্যতার ভিত্তিতে চলা।

আমাদের দেশের পুঁজিবাজার স্থিতিশীল করতে হলে সকল মহলের আস্থা ধরে রাখা খুবই প্রয়োজন। বিশেষ করে বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের মধ্যে আস্থার বন্ধন সুদুঢ় হওয়া প্রয়োজন। এটি পুঁজিবাজারের গভীরতা বাড়াতে খুবই সহায়ক হবে।

দেশের পুঁজিবাজারে অনেক সময় এমন ঘটনা ঘটে, যাতে বিনিয়োগকারীরা ভয় পেয়ে যান। তারা পুঁজিবাজার কেন্দ্রিক ভাবনা থেকে সরে আসেন। এতে বাজারের ক্ষতি হয়। এ কারণে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা নির্ভয়ে বিনিয়োগ করতে পারেন। একজন বিনিয়োগকারীও যাতে বাজারে প্রতারণার ফাঁদে না পড়েন। এটি খুব কঠিন কাজ নয়। দুনিয়াজুড়েই উন্নত পুঁজিবাজার রয়েছে। প্রয়োজনে আমরা সেগুলো থেকে শিক্ষা নিয়ে দেশের বাস্তবতা অনুযায়ী কাজে লাগাতে পারি।

Tagged