আজ ব্লক মার্কেটে ৫১ কোম্পানির লেনদেন ১১৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫১ কোম্পানির মোট লেনদেন হয়েছে ১১৬ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির মোট ১৯ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ১৬ কোটি ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের মোট ১৪ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- এসিআই, আলিফ ইন্ডাস্ট্রিজ, এরামিট সিমেন্ট, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, বিবিএস কেবলস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, দ্যা সিটি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ড্রাগন সোয়েটার, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইজেনারেশন, জিবিবি পাওয়ার, জেনিক্স ইনফোসিস, গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিকস, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স, লুব-রেফ (বাংলাদেশ), ম্যাকসনস স্পিনিং মিলস, মালেক স্পিনিং মিলস, মেরিকো বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, নিউ লাইন ক্লথিংস, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ওরিয়ন ফার্মা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, প্রাইম ব্যাংক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল, রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস, রেনাটা, রূপালী ব্যাংক, সেলভো কেমিক্যাল ইন্ডাস্টি, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সামিট পাওয়ার এবং তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged