প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করার উদ্যোগ নেওয়া প্রয়োজন

সময়ের কাজটি যদি সময় মতো করা না হয়, তা হলে সেটি কার্যকর কিছু হয় না। এই অভিজ্ঞতা হয়তো অনেকেরই রয়েছে। তারপরও আমাদের দেশের পুঁজিবাজারে এর ব্যত্যয় দেখা যায়। মনে হয় আগুনে যে হাত পোড়ে, এটি বারবার আগুনে হাত দিয়ে আমাদের প্রমাণ করতে হয়। যে কারণে কোনো সমস্যার সমাধান পাওয়াটা বেশ কঠিন হয়ে যায়। আমরা অনেক দিন ধরেই দেখছি, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো দরকার। সংশ্লিষ্টরাও বিষয়টি অনেক সময় স্বীকার করেছেন। তারপরও কাজটি হচ্ছে না। এটি খুবই বেদনার বিষয়।

দেশের অর্থনীতির আকারসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে পুঁজিবাজারের ভারসাম্যের ব্যাপারটি খেয়াল রাখা প্রয়োজন। সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারলে ইতিবাচক ফল পাওয়া যাবে। একই সঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অস্থিরতার জন্য বারবার বাজার ক্ষতিগ্রস্ত হবে না। অনেক সময় দেখা যায় সামান্য গুজব বা বাজারে পতন দেখলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভয় পেয়ে যান। আর এই  ‍সুযোগটি লুফে নেয় অসাধুচক্র। এর কারণে শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীই নয়, গোটা পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেশি থাকলে এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব।

Tagged