পুঁজিবাজার স্বচ্ছ হলে অর্থনীতি সাপোর্ট পাবে

কথায় আছে, ‘লাভের গুড় পিপিড়ায় খায়’। দেশের পুঁজিবাজারেও এমন চিত্র দেখা যায় অনেক সময়। পুঁজিবাজারের উন্নতির জন্য সরকার নানামুখী পদক্ষেপ নেয়, প্রণোদনা দেয়, কর ছাড় দেয়। কিন্তু এর সবটা সঠিকভাবে কাজে লাগে না, সাধারণ বিনিয়োগকারীদের হাতে পৌঁছে না। কতিপয় চক্র কারসাজির মাধ্যমে এসব সুযোগ-সুবিধা হাতিয়ে নেয়। ফলে এখানেও অনেক সময় লাভের গুড় পিপড়ায় খায় অবস্থা সৃষ্টি হয়। এ কারণে প্রকৃতভাবে বাজারের উন্নতি বাধাগ্রস্ত হয়। তাই পুঁজিবাজারে স্বচ্ছতা আনার বিকল্প নেই। এটি করা গেলে দেশের অর্থনীতিও পুঁজিবাজার থেকে ভালো সাপোর্ট পাবে।

উন্নতবিশ্বের দেশগুলো পুঁজিবাজারের সাপোর্ট নিয়ে তাদের অর্থনীতি মজবুত করতে সক্ষম হয়েছে। আধুনিক অর্থনীতিতে পুঁজিবাজার সহায়ক হিসেবে কাজে লাগছে। কিন্তু আমাদের দেশে সেভাবে হচ্ছে না। এর পেছনে অন্যতম কারণ পুঁজিবাজারে স্বচ্ছতার অভাব। এর কারণে অনেক ভালো উদ্যোগও কার্যকর হচ্ছে না। একই সঙ্গে পুঁজিবাজার সম্পর্কে মানুষের আস্থা সেভাবে ধরে রাখা যাচ্ছে না। আমরা অতীতেও এসব বিষয় নিয়ে বলেছি। এখনও বলতে চাই- ব্যবস্থাপনার মধ্যে স্বচ্ছতা আনতে পারলে বাজারে বিনিয়োগের জোয়ার সৃষ্টি হবে। এতে উপকৃত হবে পুরো অর্থনীতি।

Tagged