আজ ব্লক মার্কেটে ২৯ কোম্পানির লেনদেন ১০ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে মেরিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ১ কোটি  ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট ১ কোটি  ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- আমান কটন ফাইবার্স, আমান ফিড, এ্যপোলো ইস্পাত, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, ব্র্যাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ই জেনারেশন, ফাইন ফুডস, কে অ্যান্ড কিউ, খুলনা পাওয়ার কোম্পানি, লংকাবাংলা ফাইন্যান্স, লিবরা ইনফিউশনস, এম.এল. ডাইং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১, ন্যাশনাল ফিড মিল, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, সীপার্ল বীচ রিসোর্ট, সিলকো ফার্মা, সিঙ্গার বাংলাদেশ, তাকাফুল ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ    লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged